জাল সার্টিফিকেট তৈরি: কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট বরখাস্ত

Image

নিজস্ব প্রতিবেদক: বিপুল সংখ্যক অবৈধ সার্টিফিকেট এবং মার্কশিট তৈরির সরঞ্জামসহ কারিগরি শিক্ষা বোর্ডের এক কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা বিভাগ। তিনি বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করতেন।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিজ বাসা থেকে এ কে এম শামসুজ্জামান নামের ওই কর্মকর্তাকে আটক করা হয়।

ডিবি জানিয়েছে, শামসুজ্জামান নিজের বাসাতেই মার্কশিট ও ভুয়া সার্টিফিকেট তৈরি করতেন। পরে, মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করতেন তিনি।

কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট হওয়ার সুযোগ নিয়েই অবৈধ সার্টিফিকেট বাণিজ্য করে আসছিলেন এই কর্মকর্তা।

এদিকে, তাঁকে আটকের পর আজ এক আদেশে প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে সরকারি চাকরি আইন-২০২৮ এর ৩৯(২) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কারগরি শিক্ষা বোর্ড।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।