২০২৩ শিক্ষাবর্ষের সামার সেশনে মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজিতে পিএমআইটি (PMIT) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগ। আবেদনের শেষ সময় ১০ মে।
প্রোগ্রামের সময়কাল: ১ বছর (৩ ত্রৈমাসিক)
প্রোগ্রামের বিশেষত্ব:
১। ক্লাস শুধুমাত্র সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়
২। রয়েছে পরিবহন সুবিধা
৩। শীর্ষ ৫% শিক্ষার্থীদের সেমিস্টার ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তি।
৪। দক্ষ অধ্যাপক এবং বিশিষ্ট বিশেষজ্ঞরা সাম্প্রতিক প্রবণতা সহ কার্যকর শিক্ষাদান এবং গবেষণা
ভর্তির যোগ্যত: আবেদনকারীদের ৪ বা দ্বিতীয় শ্রেণীর সমতুল্য স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ থাকতে হবে নিম্নলিখিত শৃঙ্খলাগুলির যে কোনও একটিতে।
CS/CE/CSE/ এ ৪-বছরের স্নাতক ডিগ্রি (বা, ৩-বছরের অনার্স + ১-বছরের মাস্টার্স); অতবা ইসিএস/সিআইটি/আইসিটি/আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ৪-বছরের B.Sc (বা, ৩-বছরের অনার্স/পাস + ১-বছরের স্নাতকোত্তর) অথবা গণিত/পদার্থবিদ্যা/রসায়ন/পরিসংখ্যান/ভূতত্ত্ব বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান বা সমতুল্য (প্রাক-প্রয়োজনীয় কোর্স প্রয়োজন) EEE/ECE/ETE বা সমমানের ৪ বছরের B.Sc (প্রাক-প্রয়োজনীয় কোর্স প্রয়োজন)।
কোর্সের সময়কাল:
নিয়মিত ব্যাচ–মোট ক্রেডিট ঘন্টা ২৬ (৩০ কোটি তত্ত্ব + ৬ কোটি প্রকল্প); মোট সময়কাল তিন ট্রাইমিটার (১২ মাস)
প্রাক-প্রয়োজনীয় ব্যাচ– মোট ক্রেডিট ঘন্টা ৪৮ (৪২ কোটি তত্ত্ব + ৬ কোটি প্রকল্প); মোট সময়কাল চার ট্রিমিটার (১৬ মাস)
আবেদনে শেষ সময়: ১০ মে ২০২৩
ভর্তি পরীক্ষা: ১২ মে, ২০২৩ (সকাল ১০টা)
স্থান : IIT বিল্ডিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ফলাফল প্রকাশ: ১৪ মে, ২০২৩
ভর্তির সময়: ১৪ মে, ২০২৩ থেকে ৭ জুন ২০২৩
ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু: ৯ জুন ২০২৩
আবেদনের পদ্ধতি: অনলাএন আবেদন করুন এই ওয়েবসাইটের মাধ্যমে-(https://admission.iitju.edu.bd)। আর সরাসরি আবেদন করতে আইটি বিভাগে যোগাযোগ করুন।
আবেদন ফি: ১,০০০/- টাকা
বিস্তারিত দেখুন…