নিজস্ব প্রতিবেদক , ২৭ এপ্রিল, ২০২২ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা আগামী ১১ মে থেকে শুরু হচ্ছে। এদিন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। আর ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।
বুধবার এ প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আরো পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ জুলাই
সূচি অনুসারে, ১১ ও ১২ মে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ১৮ ও ১৯ মে উপজেলা ও ঢাকা মহনগরীর ২৫টি থানা পর্যায়ের, ২৩ ও ২৪ মে জেলা পর্যায়ে, ২৯ ও ৩০ মে বিভাগীয় ও ঢাকা মহানগর পর্যায়ের এবং ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সূচি সব বিভাগীয় কমিশনারদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।