ঢাকা: অনিবার্য কারণ দেখিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ নভেম্বর ও ২০ নভেম্বরের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে অবহিত করা হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এদিকে, নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের ডাক দিয়েছে বিএনপি। অনেকেই বলছেন, অনিবার্য কারণের কথা বলা হলেও মূলত রোববার থেকে বিএনপি হরতাল ডাকায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ চতুর্থ দফা এবং ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফায় অবরোধের ডাক দেয় দলটি।
ফায়ার সার্ভিসের দেয়া তথ্যমতে, গত ২৮ অক্টোবর সংঘর্ষের পর থেকে ১৬ নভেম্বর রাত ৭টা পর্যন্ত সারাদেশে অন্তত ১৭০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।