ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একজন শিক্ষক স্থায়ীভাবে চাকরি হারাচ্ছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই শিক্ষককে চাকরীচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আখতারুজ্জামান।
তিনি জানান, একই বিভাগের একজন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে সিন্ডিকেটের গতকালকের সভায়। ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল বলেও তিনি জানান।
চাকরীচ্যুত হওয়া শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।
বিবিসি বাংলা।