চুয়াডাঙ্গায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ ॥ বিজিবি মোতায়েন ॥

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ০৩-১২-১৩ ইং:নির্বাচনী তফসীল বাতিল, নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতার এর প্রতিবাদে ১৮ দলীয় জোট আহুত দেশব্যাপী ১৪৪ ঘন্টা অবরোধের চতুর্থ দিন চুয়াডাঙ্গার জীবননগর ফিলিং ষ্টেশন থেকে হাইস্কুল পর্যন্ত জামায়াতের নেতা-কর্মীরা সকাল সাড়ে ৮ টা থেকে ১০ টা পর্যন্ত দীর্ঘ দেড় ঘন্টা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে অবরোধকারীরা।
এছাড়া, সকাল সাড়ে ৮ টায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দর্শনা-জীবননগর মহাসড়কে শিয়াল মারি পশু হাটের কাছে টায়ার জ্বালিয়ে ও ইলেকট্রিক পোল ফেলে সড়ক অবরোধ করে রাখে।
একটানা অবরোধের কারণে দর্শনা রেলবন্দরে প্রায় বেশকয়েকটি মালবোঝাই ট্রাক আটকা পড়ে আছে। ওয়াগন থেকে মালামাল খালাস হয় নি। ভারত থেকে কোনো মালবাহী ট্রেন দর্শনা রেলবন্দরে ছেড়ে আসেনি। জেলা শহর সহ উপজেলা শহরগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে অবরোধ সমর্থনে শহরগুলোতে সকাল থেকেই নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, নাশকতা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে আরোও কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। ২ জন ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্টেট সহ ৬ উপজেলা নির্বাহী অফিসার স্ব স্ব উপজেলায় নির্বাহী ম্যাজিষ্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবি ও পুলিশ জেলাসদর সহ উপজেলা গুলোতে টহল দিতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মনিরুজ্জামান জানান, বিজিবির এডিশনাল ডাইরেক্টর সোহরাব আলীর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।