চীনের মিনিস্ট্রি অব ফাইন্যান্সের অর্থায়নে যেকোনো দেশের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি হলো মফকম বৃত্তি। ১–২ বছর মেয়াদি মাস্টার্স এবং ৩ বছর মেয়াদি পিএইচডি ডিগ্রির জন্য এ বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশিরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সরকারি কর্মচারী, রিসার্চ ফেলো এবং ব্যবস্থাপনা খাতে ৩ বছর কাজ করা এবং ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা অভিজ্ঞ প্রফেশনালরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। চীনের ২৭টি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে এই বৃত্তির জন্য।
কেন চীনে পড়তে যাবেন—
*চীন এই মুহূর্তে দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ;
*এই স্কলারশিপের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সেরা ইউনিভার্সিটির তালিকার প্রথম দিকে;
*পড়ালেখার মান জগদ্বিখ্যাত;
*জীবনযাপনের মানের দিক থেকে এই মুহূর্তে চীন সবার চেয়ে এগিয়ে।
স্কলারশিপের সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশান ফি প্রদান;
*বই এবং ট্রেনিংসামগ্রী ভাতা প্রদান;
*মাস্টার্সে বছরে ৩৬ হাজার ইউয়ান বা মাসে ৩ হাজার ইউয়ান ভাতা প্রদান;
*পিএইচডিতে ৪৮ হাজার ইউয়ান বা মাসে ৪ হাজার ইউয়ান ভাতা প্রদান;
*গবেষণা সহায়তা প্রদান;
*৩ হাজার ইউয়ান স্থানান্তর ভাতা প্রদান (এককালীন);
*ক্যাম্পাসে ফ্রি বাসস্থান;
*মেডিকেল ইনস্যুরেন্স প্রদান;
*চীনে যাতায়াতের বিমান টিকিট। (১ বছরের বেশি সময়ের কোর্স হলে, প্রতিবছর একবার ভ্রমণের জন্য যাতায়াতের বিমান টিকিট)।
আবেদনের যোগ্যতা—
*বাংলাদেশের নাগরিক এবং ৪৫ বছরের কম
*স্নাতক ডিগ্রিধারী এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা
*আইইএলটিএস স্কোর ৬
প্রয়োজনীয় নথি—
* আবেদনকারীর জীবনবৃত্তান্ত/একাডেমিক সিভি
* স্টেটমেন্ট, গবেষণা প্রস্তাবনা এবং ক্যারিয়ার ভাবনা
* একাডেমিক ফলাফলের প্রমাণ হিসেবে নম্বরপত্র বা সার্টিফিকেট
* একাডেমিক রিকমেন্ডেশন এবং প্রফেশনাল রিকমেন্ডেশন
* পাসপোর্টের কপি
* ইংরেজি ভাষা দক্ষতার প্রমানপত্র (আইএলটিএস)
* পাসপোর্ট আকারের ছবি
* বৃত্তি আবেদন ফর্ম
গুরুত্বপূর্ণ তারিখ—
* আবেদনের শেষ: ১ এপ্রিল ২০২৪
* ফল প্রকাশ: ২০২৪ সালের আগস্টের শেষ সপ্তাহে
* ফল বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস থেকেও মিলবে
*লেখক: মাহামুদুল হাসান, ক্যারিয়ার বিশেষজ্ঞ