পাবনা প্রতিনিধি । জুন ২৪, ২০১৭
পাবনার চাটমোহর উপজেলার জগতলা দাখিল মাদ্রাসার মেধাবী ছাত্রী সীমা আবারো স্কুলে গিয়ে লেখাপড়া করতে চায়। সে উপজেলার জগতলা গ্রামের মোঃ জাদু প্রামানিকের মেয়ে। লেখাপড়ার প্রতি তার অদম্য ইচ্ছা।
সে ১ম শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় প্রতি বারেই প্রথম হয়েছে। প্রবল মেধা আর ইচ্ছা থাকলেও সীমা আজ পঙ্গু হতে চলেছে। কিছুদিন আগে তার বাম পায়ে অস্থি প্রদাহ সৃষ্টি হয় পরে অস্থি সন্ধির জড়তার কারণে বাম পা সোজা হয়ে গেছে। সে বাবা মার কোলে উঠা ছাড়া চলতে পারে না। ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দীর্ঘ ২ মাস চিকিৎসার পর টাকা না থাকায় বাড়ি ফিরতে বাধ্য হয়। পরে বিভিন্ন এনজিও থেকে লোন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করলেও ভাল হয়নি। বর্তমানে ডাক্তার জানান তার চিকিৎসার জন্য আরো প্রায় ২ লক্ষ টাকার প্রয়োজন। গরীব বাবার পক্ষে এতো টাকা জোগাড় না করতে পেরে মেধাবী ছাত্রী সীমার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। সীমার বাবার অনুরোধ সমাজের বিত্তবান মানুষ তার মেয়ের চিকিৎসার জন্য অর্থ দিলে ভাল হতো। বিকাশ নম্বর ০১৭৩৬১৭৮৪৪৪।