চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন দুর্ঘটনায় আইসিইউতে রয়েছেন তিন শিক্ষার্থী। এ ছাড়া নিউরো সার্জারি ওয়ার্ডে পাঁচজন শিক্ষার্থী চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসিইউতে চিকিৎসাধীন আছেন, আমজাদ হোসেন সোহাগ (১৮), বাংলা বিভাগের খলিলুর রহমান (২২) ও লোক প্রশাসনের অংসইনু মারমা (২১)।
এছাড়াও ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন আরো ৫ শিক্ষার্থী। তারা হলেন- বাংলাদেশ স্টাডিজের তাইজুল ইসলাম (২১), আবু সাইদ (২৪), ইংরেজি বিভাগের মোহাম্মদ সান, নৃবিজ্ঞান বিভাগের রাফসান (২৩) ও আসলাম (২২)। এছাড়াও আহত অনেকে সাময়িক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেল ভিকারুননিসার আরও এক ছাত্রীর
প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, যাদের সিটি স্ক্যানের প্রয়োজন হয়েছে, যাদের ওষুধ দরকার হয়েছে, সবই দেওয়া হচ্ছে। এছাড়াও যারা আহত হয়েছেন, আমরা তাদের জন্য দুঃখিত, মর্মাহত। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছেলেমেয়েরা যাতে ছাদে না ওঠে, সে জন্য রেলের বগি বাড়াতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে উদ্যোগ নেওয়া হবে।