চবিতে আটক তিন অস্ত্র ও গুলি উদ্ধার

চবি প্রতিনিধি : ৫ মে : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে একটি শটগানসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ই মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত দশটার দিকে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার পরে ছয়টি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় শাহ আমানত হল থেকে ৩২ রাউন্ড গুলিসহ এক বহিরাগতকে আটক করা হয়। এছাড়াও প্রতিটি হলে রামদা, রড, লাঠিশোটাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষে জড়ানোর কারণে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আটকৃতরা হলো- চবি ছাত্রলীগের সহসম্পাদক জাহাঙ্গীর রাসেল, উপ-ত্রান বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন। বহিরাগতের নাম পরিচয় জানা যায়নি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।