কোচিং খোলা রাখায় ৬০ হাজার টাকা জরিমানা

Image

বগুড়া প্রতিনিধি,০১ এপ্রিল ২০২১:

কোভিড-১৯ মহামারী রূপ নেয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কিন্ত বগুড়া শহরের জলেশ্বরীতলা সানলিট আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টার সরকারি নির্দেশনা অমান্য করে গোপনে কোচিং সেন্টার পরিচালনা করছিলো। এ অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। জরিমানার পাশাপাশি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এবং নাছিম রেজা এ আদালত পরিচালনা করেন। এ সময় আদালতকে সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

নাছিম রেজা বলেন, সানলিট আইডিয়াল স্কুল এন্ড কোচিংয়ের ৪ জন শিক্ষককে ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।