কেউ পাস করেনি ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের

নিজস্ব প্রতিবেদক : ৪ মে : ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবার ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যা গত বছর ছিল ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন। অর্থাৎ শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭৬১ জন।

এবছর মোট ২৮ হাজার ৩৫৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। যা গত বছর ছিল ২৮ হাজার ১০৭টি। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান কমেছে ২৫২টি। এবার মোট ৩ হাজার ৩০৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা গত বছরে ছিল ৩ হাজার ২১৪টি। এবার কমেছে ৮৯টি।

এ বছর কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান ৯৩টি। তবে গত বছর এই সংখ্যা ছিল ৫৩টি। অর্থাৎ এবার ৪০টি শূন্য পাসের প্রতিষ্ঠান যোগ হয়েছে।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।