নিজস্ব প্রতিবেদক,ঢাকা,২২ জুন ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৩৪ জন।
এ সময় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৪৬ জনের। রোগী শনাক্তের এই সংখ্যা গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল গত ১৪ এপ্রিল, ৫ হাজার ১৮৫ জনের।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৬১ হাজার ১৫০। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭০২ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৭ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা ও রাজশাহী বিভাগে ১৪ জন করে, চট্টগ্রাম বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রংপুর বিভাগে ৬ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে সুখবর, ময়মনসিংহ বিভাগে এ সময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যু হয়নি।