নিজস্ব প্রতিবেদক,২০ নভেম্বর ২০২২:
চলতি নভেম্বর মাসে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সে অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনা প্রধানমন্ত্রীর সম্মতি জন্য পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
আরো পড়ুন: প্রশ্নপত্র ভাইরাল।। স্ট্রোক থেকে বাঁচতে ক্রিকেট খেলা দেখতে নিষেধ ডাক্তারের
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য সম্ভাব্য তিনটি তারিখ নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রথম প্রস্তাবনায় ২৮ নভেম্বর, দ্বিতীয় প্রস্তাবনায় ২৯ নভেম্বর এবং তৃতীয় প্রস্তাবনায় ৩০ নভেম্বর ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। নভেম্বরের শুরুতে এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায় সমন্বয় বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার কথা রয়েছে। অনুমোদন পাওয়ার পর সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।