এসএসসির ফল সোমবার, জানবেন যেভাবে

Image

নিজস্ব প্রতিবেদক , ২৫ নভেম্বর, ২০২২: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সোমবার (২৮ নভেম্বর)। দুপুর ১২টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইট, রেজাল্টের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এসএসসির ও সমমানের ফল জানা যাবে। 

বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সব কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

lg.php?bannerid=513&campaignid=34&zoneid=55&loc=https%3A%2F%2Fwww.dainikshiksha.com%2F%25E0%25A6%258F%25E0%25A6%25B8%25E0%25A6%258F%25E0%25A6%25B8%25E0%25A6%25B8%25E0%25A6%25BF%25E0%25A6%25B0 %25E0%25A6%25AB%25E0%25A6%25B2 %25E0%25A6%25B8%25E0%25A7%258B%25E0%25A6%25AE%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0 %25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%25A8 %25E0%25A6%25AF%25E0%25A7%2587%25E0%25A6%25AD%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A7%2587%2F242534%2F&referer=https%3A%2F%2Fwww.dainikshiksha

জানা গেছে, অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানার প্রক্রিয়া দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ওয়েবসাইট থেকে ফল জানবেন যেভাবে :

নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার (Examination) নাম, বোর্ড ও বছর সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফল জানা যাবে।

আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে।  

এছাড়া প্রতিষ্ঠান প্রধানরা  রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবেন। 

lg.php?bannerid=518&campaignid=1&zoneid=14&loc=https%3A%2F%2Fwww.dainikshiksha.com%2F%25E0%25A6%258F%25E0%25A6%25B8%25E0%25A6%258F%25E0%25A6%25B8%25E0%25A6%25B8%25E0%25A6%25BF%25E0%25A6%25B0 %25E0%25A6%25AB%25E0%25A6%25B2 %25E0%25A6%25B8%25E0%25A7%258B%25E0%25A6%25AE%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0 %25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%25A8 %25E0%25A6%25AF%25E0%25A7%2587%25E0%25A6%25AD%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A7%2587%2F242534%2F&referer=https%3A%2F%2Fwww.dainikshiksha

এসএমএসে ফল জানার উপায়: 

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।  মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। 

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।