এসএসসির খাতা মূল্যায়নে যে পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে তা প্রয়োজনীয় ও সময়োপযোগী – প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ৪ মে : চলতি বছর এসএসসির খাতা মূল্যায়নে যে পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে তা প্রয়োজনীয় ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ই মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গ্রহণের পর শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা দেখায় পরিবর্তন আনা হয়েছে। আমি মনে করি এটার খুব প্রয়োজন ছিলো। এর ফলে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি সচেতন হবে আমি বিশ্বাস করি। আর যে সমস্ত শিক্ষকরা শিক্ষাদান করছেন তারাও এ ব্যাপারে আরও বেশি সচেতন হবে এটা আমার বিশ্বাস।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষাটা জাতীর জন্য একান্তভাবে অপরিহার্য। কারণ আমরা বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে মূল হাতিয়ার শিক্ষা।’

তিনি বলেন, ‘এবারের পরীক্ষায় পাসকারীদের অভিনন্দন। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন। আর যারা পাস করেনি তাদের মন খারাপ করার কিছুই নাই। পরবর্তীতে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।