ডেস্ক,১২মে:
স্কুল ও কলেজের শিক্ষক এবং কর্মচারীদের এমপিওর আবেদন প্রক্রিয়াকরণের সময় বৃদ্ধি করা হয়েছে। সার্ভার জটিলতায় সারাদেশের শত শত শিক্ষকের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়াকরণ করা যায়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উপপরিচালকদের আগামী ১৫ মে পর্যন্ত ইএমআইএস সেলে পাঠাতে পারবেন।
গত ৯ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, আঞ্চলিক উপপরিচালকদের আগামী ১২ মের মধ্যে এমপিওর আবেদন ইএমআইএস সেলে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছিল।