নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২৬:
পরিপত্র জারির পর এমপিওবিহীন বাদ পরা আইসিটি,বিজ্ঞানের শিক্ষকরা নতুন করে তালিকাভুক্তির সুযোগ পাচ্ছেন। বাদ পরা শিক্ষকদের নাম নির্দিষ্ট ছকে আগামী ৮ই মার্চের মধ্যে পাঠাতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে।
সোমবার (২৬শে ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ প্রশাসন) প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা স্বাক্ষরিত নোটিশ থেকে এতথ্য জানা গেছে।
নোটিশে বলা হয়েছে, কম্পিউটার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি),বিজ্ঞান এবং ১৩/১১/২০১১ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের পর শ্রেণি শাখা/বিষয় অনুমোদনের বিপরীতে নিয়োগপ্রাপ্ত এমপিওবিহীন শিক্ষক/প্রভাষকের নামের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ২২/১০/২০১৭ খ্রিস্টাব্দের চিঠি পাঠানো হলেও কিছু শিক্ষকের নাম/ বিষয় পূর্বের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
এজন্য যেসব শিক্ষকের নাম পূর্বের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি সে সব শিক্ষকের নাম বিষয় পূর্বের তালিকায় ভুলভাবে মুদ্রিত হয়েছে তাদের নাম বিষয় নির্দিষ্ট ছকে আগামী ৮ই মার্চের মধ্যে পাঠানার নির্দেশ দেয়া হয়েছে।