এক নজরে বিশ্ব ক্রীড়া সংস্থা:

> সংস্থা/সংগঠন : ফিফা

প্রতিষ্ঠাকাল : ২১ মে ১৯০৪

সদর দপ্তর : জুরিখ, সুইজারল্যান্ড

সদস্য সংখ্যা : ২০৯

ফিফা বিশ্বকাপ (ইংরেজি: FIFA World Cup) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।

প্রতিযোগিতাটি দুটি ভাগে বিভক্ত, বাছাই পর্ব ও চুড়ান্ত পর্ব (মূল বিশ্বকাপ)। চুড়ান্ত পর্যায়ে কোন দল খেলবে তা নির্বাচনের জন্য অংশগ্রহনকারী দলগুলোকে বাছাই পর্বে অংশ নিতে হয়। বর্তমানে মূল বিশ্বকাপের আগের তিন বছর ধরে প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বর্তমান ধরন অনুযায়ী ৩২টি জাতীয় দল চুড়ান্ত পর্বে অংশ নেয়। আয়োজক দেশে প্রায় একমাস ধরে এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা চলে। দর্শক সংখ্যার দিক দিয়ে বিশ্বকাপ মূল পর্ব বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান। ফিফার হিসেব অনুযায়ী ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেছেন প্রায় ৭১৫.১ মিলিয়ন দর্শক।
সংস্থাপিত     ১৯৩০
দলের সংখ্যা     ৩২ (চূড়ান্ত পর্ব)
২০৪ (২০১০ সালের বাছাইপর্বে)
বর্তমান চ্যাম্পিয়ন      জার্মানি (৪র্থ শিরোপা)
সর্বাধিক সফল দল(সমূহ)      ব্রাজিল (৫ম শিরোপা)
শীর্ষ গোলদাতা
গোল     গোলদাতা
১৬     জার্মানি মিরোস্লাভ ক্লোসা
১৫     ব্রাজিল রোনালদো
১৪     জার্মানি গার্ড মুলার
১৩     ফ্রান্স জাঁ ফতেইন

এ পর্যন্ত অনুষ্ঠিত ১৮টি আসরে কেবল ৭টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। ৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল। বর্তমান শিরোপাধারী ইতালি এবং জার্মানি  ৪টি শিরোপা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যান্যদের মধ্যে উরুগুয়ে (প্রথম বিশ্বকাপ জয়ী) ও আর্জেন্টিনা দু’বার করে এবং ইংল্যান্ড ও ফ্রান্স একবার করে শিরোপা জিতেছে।

সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে, ২০১৪ সালে। এই বিশ্বকাপে জার্মানি আর্জেন্টিনাকে ফাইনালে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০১৮ সালে এবং এটির আয়োজন করছে রাশিয়া। ২০২২ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে  কাতারে।

১৯৯১ সাল থেকে ফিফা ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন শুরু করেছে। এটিও সাধারণ বিশ্বকাপের মত চার বছর পর পর অনুষ্ঠিত হয়।

> সংস্থা /সংগঠন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

প্রতিষ্ঠাকাল :  ১৫ জুন ১৯০৯

সদর দপ্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত

সদস্য সংখ্যা : ১০৪

> সংস্থা /সংগঠন : আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

প্রতিষ্ঠাকাল :  ২৩ জুন ১৮৯৪

সদর দপ্তর : লুজান, সুইজারল্যান্ড

সদস্য সংখ্যা : ২০৫

> সংস্থা /সংগঠন : এশিয়ান ফুটবল কনফেডারেশন

প্রতিষ্ঠাকাল :  ১৯৫৪

সদর দপ্তর : কুয়ালালামপুর, মালয়েশিয়া

সদস্য সংখ্যা : ৪৬

> সংস্থা /সংগঠন : এশিয়ান ক্রিকেট কাউন্সিল

প্রতিষ্ঠাকাল :  ১৯৮৩

সদর দপ্তর : কুয়ালালাপুর, মালয়েশিয়া

সদস্য সংখ্যা : ২২

> সংস্থা /সংগঠন : আন্তার্জাতিক অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন

প্রতিষ্ঠাকাল :  ১৯১২

সদর দপ্তর : মোনাকো

সদস্য সংখ্যা : ২১২

> সংস্থা /সংগঠন : আন্তর্জাতিক হকি ফেডারেশন

প্রতিষ্ঠাকাল :  ৭ জানুয়ারি ১৯২৪

সদর দপ্তর : লুজান, সুইজারল্যান্ড

সদস্য সংখ্যা : ১২৭

> সংস্থা /সংগঠন : আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন

প্রতিষ্ঠাকাল :  ১১ জুলাই ১৯৪৬

সদর দপ্তর :

সদস্য সংখ্যা : ১৫৯

> দর্শক ধারণ ক্ষমতায় বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম

–ইন্ডিয়ানাপোলিস স্পিডওয়ে স্টেডিয়াম অবস্তান স্পিডওয়ে, যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠা ১৯০৯ ধরন রেস ধারণ ক্ষমতা ২,৫০,০০০ জন।

> দর্শক ধারণ ক্ষমতায় বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম

–বংগ্রাডো মে ডে স্টেডিয়াম অবস্তান পিয়ংইয়ং, উত্তর কোরিয়া ধারণ ক্ষমতা ১,৫০,০০০ জন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।