গাজীপুর প্রতিনিধি : ২৯ এপ্রিল : গাজীপুরের কালীগঞ্জে প্রধান শিক্ষকের হাতে উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ লাঞ্ছিতের ঘটনায় সেই শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সাময়ীক বরখাস্ত হয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত সাময়ীক বরখাস্তের একটি চিঠি উপজেলা শিক্ষা অফিসে এসে পৌঁছেছে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান। এসময় ওই বিদ্যালয়ে গিয়ে দেখেন নির্দিষ্ট সময়ের অনেক আগে স্কুল ছুটি হয়ে গেছে। প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি শিক্ষা কর্মকর্তার উপর চড়াও হন এবং মারতে উদ্যত হন।
ঘটনা নিয়ন্ত্রণে আনতে ওই স্কুলের দুই সহকারী শিক্ষক এগিয়ে আসেন। তিনি পরিদর্শন বইতে ঘটনার কথা উল্লেখ করে স্বাক্ষর করে চলে আসেন। পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দাখিল করা হয়। সেই প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে।
আর তার বিরুদ্ধে আনীত সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এর ১১(১) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়ীক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে বরখাস্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, বরখাস্তের খবর লোকমুখে শুনেছি। কিন্তু আমি এখনও কোনো চিঠি হাতে পাইনি। তবে শনিবার সরকারি অফিস বন্ধ রোববার অফিস খুললে হয়ত জানা যাবে।