ইবি প্রতিনিধি : ২৯ এপ্রিল : ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯শে এপ্রিল) বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রজত জয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষদ ভবনের সামনে থেকে র্যালি বের করে। র্যালিতে বিভাগের শিক্ষক-কর্মকর্তা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালিটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়।
বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিভাগের ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী রওজাতুল রুম্মান রীতি ও রফিকুল ইসলাম।