ডেস্ক,২১ এপ্রিল : আদালতের নির্দেশে কার্যক্রম বন্ধ হওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়ে আতঙ্কে রয়েছেন অনেক পেশাজীবী। সম্প্রতি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষকের সনদ অবৈধ বলে অভিযোগ উঠায় তদন্তে নামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
২১ এপ্রিল শুক্রবার সময় টিভি’র এক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের কমপক্ষে ২৩ জন শিক্ষক বিভিন্ন সময়ে বি-এড সনদ নিয়েছেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে শিক্ষার্থীরা।’
অভিযুক্ত শিক্ষক মো. আ. ছালাম খানের দাবি-সাভারের গণকবাড়ি মূল ক্যাম্পাস থেকে সনদ নিলেও তদন্ত করা হয়েছে ধানমণ্ডি ক্যাম্পাসের ঠিকানায়। তাই পুনঃতদন্তের আবেদন করেছেন তিনি। ২০১১ সাল পর্যন্ত নেওয়া সনদ সঠিক বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। অন্তত সে সিদ্ধান্ত বিবেচনার দাবি জানিয়েছেন সনদধারী পেশাজীবীরা।
তড়িঘড়ি করে নয় বরং সঠিক তদন্ত করে এ সনদধারীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক চন্দ্র শেখর হালদার জানান- সম্প্রতি বন্ধ হওয়া প্রতিষ্ঠানের সনদের ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশ পালন করবেন তারা।