ইবি প্রতিনিধি : ২৯ এপ্রিল : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ইলেক্ট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন খান অপহরণের এক ঘন্টা পর উদ্ধার হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, শক্রবার রাত ৮ টার দিকে তিনি মটর সাইকেলযোগে কুষ্টিয়া শহরে নিশান মোড় থেকে কাটাইখানা যাওয়ার পথে তিন জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এরপর তাঁকে সিএনজিতে করে কুষ্টিয়া শহর থেকে কুমারখালী উপজেলার ডাকবাংলা পুকুর পাড়ে নিয়ে দুর্বৃত্তরা।
বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবহিত হওয়ার পর কুষ্টিয়া জেলা আইন-শৃংঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে প্রশাসনের তৎপরতা টের পেয়ে দুর্র্বৃত্তরা ইবি শিক্ষককে কুমারখালী উপজেলার ডাকবাংলা পুকুর পাড়ে রেখে পালিয়ে যায়।
এরপর তিনি সেখান থেকে সিএনজি করে কুষ্টিয়া পৌঁছে সদর থানায় বাদী হয়ে অঙ্গাতনামা চারজনের অপহরণ মামলা দায়ের করেন তিনি। ঘটনাটি অবগত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং ট্রেজারার ওই শিক্ষকের সাথে সাক্ষাৎ করেন।