৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

Image

৪৭তম বিসিএসের আবেদন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। কি কারণে এটি স্থগিত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তিনি জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। অল্প কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

গত ২৮ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরুর কথা জানানো হয়েছিল।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।