৪৪তম বিসিএস থেকে নন ক্যাডার পদে নিয়োগ

psc_shiksha

৪৪তম বিসিএস থেকে নন ক্যাডার পদে নিয়োগ সুপারিশের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য ৯ম থেকে ১২তম গ্রেডে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীর কাছ থেকে অনলাইনে পছন্দক্রমের আবেদন আহবান করা হয়েছে। ৩ জুন সকাল ৬টা থেকে ১৭ জুন রাত ১১টা ৫৯ মিটিন পর্যন্ত আবেদন করতে হবে।

সোমবার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে নন-ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা, ২০২৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীর কাছ থেকে পছন্দক্রম আহবান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) টেলিটক বাংলাদেশ এবং লিমিটেডের ওয়েবসাইটে (http:/bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।