৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬০৮৮ জন

ডেস্ক;৩৫তনম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৮৮ জন। আজ বুধবার বিকেলে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা গণমাধ্যমকে এ তথ্য জানান।

ফলাফল পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে। এছাড়া টেলিটক মোবাইলের মাধ্যমে ফলাফল পেতে ম্যাসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 35 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে ৩ হাজার ২২৮ জন, সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ১ হাজার ৮৬১ জন, কারিগরি/পেশাগত ক্যাডারে ৯২৬ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি শুরু হবে।

গত ১ সেপ্টেম্বর থেকে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয় যা শেষ হয় ১০ অক্টোবর। রেকর্ড দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত বছরের ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ৮ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।