স্কুলের শৌচাগারে ছাত্রী আটকে পড়ার ঘটনায় আয়া বরখাস্ত

Image

ডেস্ক,১৯ সেপ্টেম্বর:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্কুলের শৌচাগারে এক বাক্‌প্রতিবন্ধী শিক্ষার্থীর ১০ ঘণ্টা আটকে থাকার ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ওই স্কুলের আয়া শাহানারা আক্তারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার হোসেনপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আয়া শাহানারা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় স্কুলের নিরাপত্তাকর্মী কবির হোসেনের কাছে কৈফিয়ত তলব করেছে ব্যবস্থাপনা কমিটি। শনিবার শাহরাস্তি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী  এ তথ্য জানিয়েছেন।

এদিকে এ ঘটনার পর শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী প্রমুখ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।