সাত কলেজের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক,২৩ ফেব্রুয়ারী:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষাগুলোও ১৭ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সময়ের পর নতুন পরীক্ষার সূচী প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এ তথ্য জানান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছিলেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষাগুলোও ১৭ মে এর আগে হবে না। এ বিষয়ে আজ সন্ধ্যায় সাত কলেজের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে একটি সভা হবে৷ সেখানে পরীক্ষা সংক্রান্ত আলোচনা হবে।

সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ১৭ মে পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৭ মের পর স্থগিত পরীক্ষার সময়সূচী জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিল।

এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উচ্চশিক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে জানান, আগামী ১৭ মে দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে। এই সময়ের মধ্যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা নেবে না। আর আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ে সরাসরি শ্রেণি কার্যক্রম শুরু হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।