দেশের ৩টি সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনেল-১ শাখার উপসচিব দুর-রে-শাহওয়াজের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, নওগাঁ মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মুক্তার হোসেনকে অধ্যাপক হিসেবে পদোন্নতিসহ একই মেডিকেলের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।