সংসদ টিভির পাশাপাশি প্রাথমিকের ঘরে বসে শিখি অনলাইন ক্লাস শুরু

শিক্ষাবার্তা

নিজস্ব প্রতিবেদক | ২৬ এপ্রিল, ২০২০:
সংসদ টিভির পাশাপাশি প্রাথমিকের ঘরে বসে শিখি অনলাইন ক্লাস শুরু হয়েছে। গত ২২ শে এপ্রিল ঘরে বসি শিখি ফেসবুক পেজে অনলাইন ক্লাস শুরু হয় দেশের স্বনামধন্য শিক্ষকদের দিয়ে। প্রথম দিন ক্লাস পরিচালনা করেন জয়নব আরা বেগম,অসিম সেন ও এস এম রাব্বি। প্রতিদিন তিনটি করে পাঠদান চলে। ফেসবুক অনলাইন ক্লাস শুরু হয় প্রতিসিন দুপুর ২টা ৩০ মিনিট হতে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত ।
উল্লেখ্য গত ৭ এপ্রিল সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে থেকে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রেকর্ড কর ক্লাস সম্প্রচার করা হচ্ছে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হয়েছে। এতদিন সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস প্রচার হচ্ছিল।এখন থেকে সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিক পর্যায়ে তিনটি ক্লাস প্রচার করা হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।