শিক্ষার্থীদের বাড়ি গিয়ে পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেয়া হয়নি

dpe-gov-shikkha

ডেস্ক

করোনার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা গ্রহণের কোন নির্দেশনা প্রদান করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও সংক্রমণ প্রতিরোধে সকল নির্দেশনা ও কার্যক্রম বাস্তবায়ন এবং শিক্ষার্থীরা যাতে ঘরে থাকে, নিরাপদে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, ‘ঘরে বসেই শিখি’ পাঠে এ অংশগ্রহণ ও বাড়ির কাজ সম্পাদন করাসহ লেখাপড়ায় মনোযোগী থাকে সেজন্য স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিরাপদে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য গত গত ৪ জুন প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজের ফেসবুক পোষ্ট ”প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি এ কেমন অমানবিক আচরন শিরোনাম” এ ব্যপক ঝড় উঠে ও গত ৭/৬/২০২০ ইং রোববার রাত ৯টাই প্রধান শিক্ষক সমিতির লাইভ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে প্রতিবাদ হলে ৮/৬/২০২০ ইং তারিখে বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা গ্রহণের কোন নির্দেশনা প্রদান করা হয়নি মর্মে আদেশ জারি করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।