শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মনিটরিং স্থগিত

shikkhabarta.com

নিজস্ব প্রতিবেদক | ০৩ আগস্ট , ২০২১
২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মনিটরিং কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত ১৫ জুলাই এসব শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিংয়ে আঞ্চলিক পরিচালকদের নির্দেশনা দেয়া হয়েছিল। তবে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ও অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় মনিটরিং কার্যক্রম স্থগিত করা হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে সব আঞ্চলিক পরিচালকদের চিঠি পাঠানো হয়েছে।

এতে অধিদপ্তর বলছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং থেকে গত ১৫ জুলাই জারি করা চিঠিতে ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দেয়া ১ম চার সপ্তাহ এবং ২য় চার সপ্তাহের অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমাদান কার্যক্রম মনিটরিংয়ের নির্দেশ দেয়া করা হয়েছিল। কিন্তু চলমান করোনা পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং এসব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।