লকডাউনে স্কুলে কোচিং ক্লাস, ৩০ হাজার টাকা জরিমানা

Image

দিনাজপুর প্রতিনিধি | ০১ জুলাই, ২০২১
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেয়া কঠোর লকডাউনের মধ্যে দিনাজপুরের বিরামপুর উপজেলার হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুলে কোচিং ক্লাস চলছিল। বৃহস্পতিবার (১ জুলাই) ২৫ জন শিক্ষার্থীকে কোচিং ক্লাস করানো হচ্ছিল ওই স্কুলে। লকডাউনে কোচিং ক্লাস নেয়ার দায়ে ওই স্কুলের পরিচালককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার পৌর শহরের কৃষ্টচাঁদপুর এলাকার হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুলে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি স্কুলের পরিচালক মো. শাহেদ আলীকে জরিমানা করেন।

বিরামপুরের ইউএনও পরিমল কুমার সরকার বলেন, ‘দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর লকডাউন চলছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এখানে লকডাউনের মধ্যে শিক্ষার্থীদের কোচিং ক্লাস করানো হচ্ছে। পরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময়ে এখানে ২৫ শিক্ষার্থী উপস্থিত ছিল। এ কারণে কোচিংয়ের পরিচালককে জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।