লকডাউনের ফাঁকে চুয়াডাঙ্গায় ছাত্রী মেসে দুঃসাহসিক চুরি

স্টাফ রিপোর্টারঃ লকডাউনের মধ্যে চুয়াডাঙ্গায় এক ছাত্রী মেসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জেলা শহরের ওয়াপদার পাশে নীল আঁচল ছাত্রী মেসের ছাত্রীরা ছুটিতে বাড়িতে যাওয়ার সুযোগে চোরেরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক ছাত্রী।

লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা ওয়াপদার পাঁচিল ঘেঁষা জনৈক শেখ সেলিমের বাসার তিনতলায় নীল আঁচল নামের একটি ছাত্রী মেস রয়েছে। সেখানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ১৩ জন ছাত্রী থাকেন। করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ১৮ মার্চ সবাই যে যার বাড়িতে চলে যান। ২০ এপ্রিল সোমবার সুমাইয়া আক্তার নামের এক ছাত্রী মেসে আসেন বই নিতে। মেসে ঠোকার সময় দেখেন তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখতে পান একটি ল্যাপটপ, ১ জোড়া কানের দুল ও ১৩ টি ফ্যানসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নেয়। বুঝতে বাকী থাকে না যে সব চুরি হয়ে গেছে। পরে দেখা যায় ওই বিল্ডিংয়ের চতুর্থ, দ্বিতীয় ও নিচতলায় কোন চুরির ঘটনা ঘটে নাই। শুধু তৃতীয় তলায় ছাত্রী মেসে এ চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সুমাইয়া আক্তার চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় আমরা একটা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে মালামাল উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।