মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু

Image

নিজস্ব প্রতিবেদক,২এপ্রিল:

মহামারি করোনার মধ্যেই দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিয়েছেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।

পরীক্ষাকেন্দ্রে করোনা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয়েছে। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৮ জন। আর, গত বছর এমবিবিএসে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার। ফলে গতবারের তুলনায় এবার দ্বিগুণ পরীক্ষার্থী।

মেডিকেল ভর্তি পরীক্ষা নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে পানির বোতল নিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পর্যাপ্ত পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুর জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক অটো স্প্রে মেশিনসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও রয়েছে।

তবে পরীক্ষা কেন্দ্রের ভেতরের পরিবেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ বাইরে। পরীক্ষার্থীদের অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন। সেখানে প্রচণ্ড ভিড় হওয়ায় স্বাস্থ্যবিধি মানার কোনো চিত্র পরিলক্ষিত হয়নি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।