Home » টপ খবর » মাউশি ডিজির হুঁশিয়ারি, না মানলে কঠোর ব্যবস্থা
মাধ্যমিক

মাউশি ডিজির হুঁশিয়ারি, না মানলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক,৯ ডিসেম্বর:

করোনা পরিস্থিতিতে সশরীরে ক্লাস-পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় ৩০ কার্যদিবসের সংক্ষিপ্ত সিলেবাসে টেলিভিশনে পাঠদান চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যায়নে নেয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট। এ অ্যাসাইনমেন্ট মূল্যায়নে কোনো শিক্ষক অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মঙ্গলবার ইউটিউব-ফেসবুক দেখে অ্যাসাইনমেন্ট লিখে জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি শিক্ষার্থীদের প্রতি এ হুঁশিয়ারি দেন।

মহাপরিচালক বলেন, কোনো শিক্ষার্থী যদি ইউটিউব কিংবা ফেসবুক থেকে উত্তর লিখে জমা দেয়, তাহলে সেটি অনৈতিক হবে। আমরা শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে পড়ালেখায় গ্যাপ রয়েছে, সেটি যাচাইয়ের জন্যই এ অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি।

তিনি বলেন, সবাই যদি সব প্রশ্নের সঠিক উত্তর দেয়, তাহলে সবাইকেই তো ‌‘অতি উত্তম’ দিতে হবে। তখন শিক্ষার্থীদের কোন বিষয়ে সমস্যা, সেটি শিক্ষক বুঝবেন কীভাবে? সব ছাত্রছাত্রীর মূল্যায়ন এক হওয়ার সম্ভাবনা নেই। কেননা কেউ কপি করে উত্তর দিলে শিক্ষকরা সেটি বুঝতে পারেন। ফলে ওই শিক্ষার্থীকে আবারো অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। আর অ্যাসাইনমেন্ট মূল্যায়নে কোনো শিক্ষক যদি গাফিলতি করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Facebooktwitterlinkedinrssyoutubemailby feather
Advertisements

Leave a Reply

x

Check Also

shikkhabarta

৫৪ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ শিগগিরই

নিজস্ব প্রতিবেদক,১৪ জুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে দ্রুত ফল প্রকাশ করা হবে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশনাও দেয়া ...

shikshabarta

টিকা না পাওয়ার শঙ্কায় ৯৩.৮৩ শতাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক,১২ জুন ২০২১ করোনা মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্ব। ইউরোপ আমেরিকাসহ প্রায় সব উন্নত দেশই রীতিমতো নাস্তানাবুদ। এই মহামারির ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। প্রতিবেশী ভারতে ভয়ানক সংক্রমণের পর নতুন করে ...

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নিয়ে যা বলল ডিপিই

নিজস্ব প্রতিবেদক,১১ জুন ২০২১: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন জমা দেয়া শেষ হয়েছে প্রায় ৬ মাস হয়েছে। এর মধ্যে পরীক্ষা নেয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটি আর ...

ভালোলাগা প্রথম দেখায়, ২০ দিন পর বিয়ে

নিজস্ব প্রতিবেদক,১১ জুন ২০২১ আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছেন শাম্মী আকতার মনি। পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে চাকরি করছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। আইনি পরমার্শ ...

hit counter