ভারতে একদিনে মৃত্যু ৩৪০৩, শনাক্ত ৯১ হাজার

Image

ডেস্ক,১১ জুন ২০২১:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত রোগী অবশ্য আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। একইসঙ্গে কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯১ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন শনাক্ত হয়েছিল ৯৪ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়। যা ছিল ভারতে করোনায় এক দিনে মৃত্যুর রেকর্ড।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১১ লাখের ঘরে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১ লাখ ২১ হাজার ৬৭১ জন।

এদিকে গত দু’দিন দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণের হার। গত তিনদিনের মতো শুক্রবারও তা ৫ শতাংশের নিচেই রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ২৪ কোটির বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।