বি সি এস প্রস্তুতি- ৬ (সাধারন জ্ঞান)

১. প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ ফ্রোয়েবল।
২.কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয় ?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে ।
৩. কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কারীর নাম কি ?
উত্তরঃ হযরত আলী (রাঃ) ।
৪. বাংলাদেশের সংবিধান কি ধরনের?
উত্তরঃ লিখিত সংবিধান ।
৫. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান ।
৬. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি ?
উত্তরঃ রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।
৭ ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে ?
উত্তরঃ স্যার সৈয়দ আহমাদ খান।
৮. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তরঃ ফখরুদ্দিন মুবারক শাহ্।
৯. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ নেদারল্যান্ডের হেগ শহরে।
১০. গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?
উত্তরঃ গ্রীসে।
১১. দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র
আবিস্কৃত হয়েছে কতটি?
উত্তর : ২৫টি।
১২. মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?
উত্তর : ১৯৬১ সালে।
১৩. বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত
হয় কোথায়?
উত্তর : চট্টগ্রামে।

►বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা-
•DGFI- সামরিক নানা উদ্দেশ্যে সাধন ও বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় গোয়েন্দাগিরি করা।
•NSI- দেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা এর কাজ।
•CID- স্পর্শকাতর অপরাধের তদন্ত করা।
•Special Branch- পুলিশের একটি সংস্থা যে অপরাধের তদন্ত, গোয়েন্দাগিরি করে থাকে। সারাদেশে এটি বিভিন্ন উইং বা শাখার মাধ্যমে কাজ করে। যেমন: ছাত্র- শ্রমিক, রাজনৈতিক, পাসপোর্ট-ইমিগ্রেশন ইত্যাদি শাখা।
►দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাসন: বাংলাদেশ আওয়ামী লীগ- ১৯৪৯; বিএনপি- ১৯৭৮, জামায়াতে ইসলামী- ১৯৪১; জাতীয় পার্টি- ১৯৮৬; জাসদ- ১৯৭২।
►বাংলাদেশে সাপ্তাহিক ছুটি- শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটি রবিবারের স্থলে শুক্রবার করা হয়- ১৯৮৪ সালে। শুক্র, শনি (২দিন) করা হয়- ১৯৯৬ হতে।
►দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে- ২৫ টি।

>>অনুগ্রহ পূর্বক নিয়মিত পোস্টে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।