প্রাথমিক শিক্ষার বদনাম ঘোচানোর নির্দেশ

 নিজস্ব প্রতিবেদক :

 সরকারি প্রাথমিকপর্যায়ে শিক্ষার মানের বদনাম ঘোচাতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ের গণশিক্ষা মন্ত্রণালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিকপর্যায়ে শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। কিন্ত কেন। সার্বক্ষণিক মনিটরিংয়ের অভাবে। তাই সার্বক্ষণিক মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষকদের তো বেতনভাতা বৃদ্ধি করা হয়েছে। তারপরও মান খারাপ হবে কেন?

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিষয়ে যতটুকু সম্ভব বোঝানো নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে জেলা প্রশাসকরা প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধির জন্য বিদ্যালয়, বিদ্যালয়ের কাঠামোগত ও বৃত্তি সুবিধা বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।