প্রাথমিক শিক্ষকদের ভারত ভ্রমনে যে সমস্যা!

জুগাল মজুমদার:

প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক তীর্থ ভ্রমণ যেমন -গয়া, কাশী বা আজমির শরীফ মাজার জিয়ারত কিংবা চিকিৎসার নিমিত্তে ভারত গমন করেন। কিন্তু পরিতাপের বিষয় দেশে ফেরার পর ছুটি ভোগ করা দিনগুলোর অর্ধ গড় বেতন ও অর্জিত ছুটি কর্তন করা হয়।



এ জন্য শিক্ষকগণ ভারত গমণের জন্য বিদ্যালয় খোলা থাকা দিনগুলোই বেছে নেন। যদি বিদ্যালয় ছুটির দিন গুলোতে ভারত গমন করলে অর্ধ গড় বেতন ও অর্জিত ছুটি কর্তন করা না হতো, তাহলে শিক্ষকগণ পবিত্র রমজান মাস,ঈদ উল আযহা, গ্রীষ্মকালীন অবকাশ, দূর্গাপূজার ছুটি থাকা দিনগুলোতে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চিকিৎসা কিংবা তীর্থ ভ্রমনের জন্য ভারত গমন করতে পারতেন।এতে পাঠদানে কোনো প্রকার চাপ হতো না।এছাড়া ভ্রমন ট্যাক্স বাবদ সরকারের রাজস্ব আয় বেড়ে যেতো।এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ উপকৃত হবে,শিক্ষকগণ সহজেই চিকিৎসা নিতে পারবেন, ভ্রমণ হেতু একঘেয়েমি দূর হবে।এ বিষয়ে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের কৃপাদৃষ্টি কামনা করছি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Over 45000+ Fans

শিক্ষাবার্তা.কম
Image

Recent Posts

চবিতে পাসের চেয়ে ফেল বেশি

চবিতে পাসের চেয়ে ফেল বেশি

মে 28, 2023

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ১৩ হাজার ৫৭ জন। আর ফেল (অকৃতকার্য) করেছেন ২৬ হাজার ৭১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পাসের শতকরা হার ৩২ দশমিক ৮৩ শতাংশ। শনিবার (২৭ মে) রাত সোয়া…

আরো দেখুন
Facebooktwitterredditpinterestlinkedinby feather