প্রাথমিকসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ১৩ জুন

Image

ডেস্ক,২৯মে:
মহামারি করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধির করা হয়েছে। ১৩ জুন খুলবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বুধবার (২৬ মে) ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৩ জুন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় গুলো ইউজিসির সঙ্গে আলোচনা করে খোলা হবে।

তিনি বলেন, ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে শিক্ষামন্ত্রী জানান, দেশের করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামী জুন মানের ১২ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।