পবিত্র শবেবরাতের ছুটির তারিখ পরিবর্তন

শিক্ষা-বার্তা-জনপ্রশাসন

ডেস্ক,২৩ মার্চ:
সরকার পবিত্র শবেবরাতের ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করছে। মঙ্গলবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, মূলত চাঁদ দেখার ওপর ভিত্তি করে শবেবরাতের ছুটি নির্ধারণ করা হয়। ২৯ মার্চ শবে বরাত তাই স্বাভাবিকভাবেই ছুটি থাকবে মঙ্গলবার (৩০ মার্চ)।

এর আগে সোমবার (২৯ মার্চ) নির্ধারণ করা ছিল। এখন ছুটি পুনর্নির্ধারণের জন্য ফাইল অনুমোদন প্রক্রিয়াধীন আছে। ফাইল অনুমোদন হলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি মতে, ১৫ মার্চ শাবান মাস শুরু ধরে ২৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। প্রতি বছর শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গেলো ১৬ মার্চ। সেই হিসাবে এবার শবে বরাতের রাত হবে ২৯ মার্চ। এ জন্য শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করে ৩০ মার্চ করা হচ্ছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।