নতুন ইতিহাস গড়লেন সৌদি নারীরা

Image

নারীরাও পিছিয়ে নেই কোন ক্ষেত্রে, এরই ধারাবাহিকতায় নতুন ইতিহাস গড়লেন সৌদি নারীরা। সেনাবাহনীতেও এখন থেকে পুরুষদের পাশাপাশি তাদের দেখা যাবে।

নারী সেনাদের প্রথম বেচের ক্যাডেটরা তাদের প্রশিক্ষণ শেষ করেছেন। বুধবার তারা ১৪ সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। খবর সৌদি গেজেটের।

সৌদি সেনাপ্রধান জেনারেল ফায়াদ আল-রুয়াইলি বুনিয়াদি প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে নারী ক্যাডেটদের মধ্যে সনদ বিতরণ করেন।

এ বছরের ৩০ মে থেকে তারা ওই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। সেনাবাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মেজর জেনারেল আদেল আল-বালাবি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সফলভাবে নারীরা তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষিত এসব নারী সেনা সদস্যের প্রয়োজনীয় স্থানে নিযুক্ত করা হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।