নতুন অধ্যাপকদের পদায়নের কাজ চলছে

অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া প্রায় ৩৮০ জনকে বিভিন্ন সরকারি কলেজ ও মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়নের কাজ চলছে। মঙ্গলবার বি সি এস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি কমিটির সভায় প্রায় ৩৮০ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়।

নতুন অধ্যাপকদের পদায়নসহ পদোন্নতির তালিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে ভীড় জমিয়েছেন হবু অধ্যাপকরা। যারা ৭ম ও ৮ম বি সি এস’র তারা মোটামুটি নিশ্চিত যে অধ্যাপক হচ্ছেন। তাই তারা পছন্দমতো পদায়নের তদবির শুরু করছেন।

আজ-কালের মধ্যে আদেশ জারি হতে পারে ।

অপরদিকে প্রভাষক ও সহকারি অধ্যাপক থেকে যারা পদোন্নতি পাবেন তারা তদবির শুরু করছেন। শিগগিরই আরেকটি ডিপিসির সভা অনুষ্ঠিত হতে পারে মর্মে খবর পাওয়া গেছে।
এদিকে বি সি এস শিক্ষা সমিতির কোনো কোনো নেতা পূর্বের নেতাদের ধারাবাহিকতায় পদোন্নতি নিয়ন্ত্রের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।