Home » টপ খবর » দ্বিতীয়বারের মত মিস ওয়ার্ল্ডের খেতাব পোল্যান্ডের ঘরে

দ্বিতীয়বারের মত মিস ওয়ার্ল্ডের খেতাব পোল্যান্ডের ঘরে

ডেসক,১৭ মার্চ ২০২২ঃ
জাঁকজমক পূর্ণ আয়োজনে ঘোষণা করা হলো বিশ্বের নানা দেশের সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড-২০২১’-এর বিজয়ীর নাম। মিস ওয়ার্ল্ডের ৭০তম এবারের আসরে সেরার মুকুট মাথায় পড়লেন পোল্যান্ডের সুন্দরী ক্যারোলিনা বিলাওস্কা। পোল্যান্ড দ্বিতীয়বার মিস ওয়ার্ল্ডের খেতাব পেল। এর আগে প্রথমবারের মত ১৯৮৯ সালে আনেতা ক্রেগ্লিকা এই বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছিলেন।

পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানের কোকা-কোলা মিউজিক হলে স্থানীয় সময় বুধবার রাতে এই আসর বসে। এসময় নানা আয়োজনের মাধ্যমে মধ্য রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এ প্রতিযোগিতায় ৯৬ দেশের সুন্দরীদের পেছনে ফেলে ক্যারোলিনা এই মুকুট ছিনিয়ে নিলেন। বিজয়ী ক্যারোলিনাকে বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ওয়ার্ল্ড জ্যামাইকার টনি–অ্যান সিং। এছাড়া প্রতিযোগিতাটিতে প্রথম রানার-আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ।

মিস ওয়ার্ল্ড ২০২১ সালের খেতাব জেতার পর ক্যারোলিনা বলেন, ‌আমি যখন বিজয়ী হিসেবে আমার নাম শুনি তখন চমকে যাই, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে খুবই সম্মানিত বোধ করছি এবং কাজে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। আমি সারাজীবন পুয়ের্তো রিকোতে হওয়া এই ইভেন্টটিকে মনে রাখবো, এটা আমার জীবনের অভূতপূর্ব অধ্যায়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ছাত্রীকে কুপ্রস্তাবের অডিও ভাইরাল, শিক্ষক মাসুদ বরখাস্ত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ,১০ জুন ২০২২: নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই বিদ্যালয়ের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক ...

টিভিতে আজ যেসব খেলা দেখবেন

স্পোর্টস ডেস্ক,১১ জুন ২০২২: ক্রিকেট ইংল্যান্ড-নিউজিল্যান্ড নটিংহাম টেস্ট, ২য় দিন সরাসরি, বিকেল ৪টা সনি টেন ২ শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ৩য় টি-টোয়েন্টি সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০মিনিট সনি সিক্স ফুটবল এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ-তুর্কমেনিস্তান ...

ঢাকা শহর ১ জুলাই থেকে রাত ৮টার পর বন্ধ : মেয়র তাপস

ডেস্ক,১১ জুন ২০২২: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, পৃথিবীর সব শহরেরই একটি সময়সীমা আছে, ঢাকা শহরের কোনো সময়সীমা নেই। তাই আগামী ১ জুলাই ...

একাদশের শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক,০৮ জুন ২০২২: ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়, বিভাগ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম শুরু হচ্ছে বুধবার (৮ জুন) থেকে। এই কার্যক্রম চলবে ...

hit counter