দুই কোচিং সেন্টার সিলগালা

কিশোরগঞ্জ প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০২০
করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করে পাঠদান অব্যাহত রাখায় গত শুক্রবার কিশোরগঞ্জ শহরে দু’টি কোচিং সেন্টারকে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করে সিলগালা করে দিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল ও শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কনফিডেন্স কোচিং সেন্টার ও সায়েন্স রেডিয়েন্ট প্রোগ্রাম নামে দু’টি কোচিং সেন্টারের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় উপরোক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন।

এছাড়া মাস্ক ব্যবহার না করায় দণ্ডবিধি ১৮৬০ এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালানোয় সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ৭ ব্যক্তিকে ৭ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।