
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আলমসাধু যোগে স্কুলে যাবার সময় দর্শনার মেমনগর মোড়ে পৌছালে গাড়ীর এক্্রসেল ভেঙে সামনে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় দামুড়হুদায় শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির যুগ্ন আহবায়ক ও দামুড়হুদা উপজেলার সাধারন সম্পাদক স্বরুপ দাস, উপজেলা সভাপতি আলাউদ্দিন,সহ সভাপতি কুতুব উদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি মন্টু, সাধারন সম্পাদক মুকুল, সহ সভাপতি রেজাউলসহ বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছে।












