দর্শনা পৌরসভায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

Image

চুয়াডাঙ্গা প্রতিনিধি,৩০ জানুয়ারী:

কেন্দ্র দখল ও পোলিং এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেয়ারসহ বিভিন্ন অভিযোগ এনে দর্শনা পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান বুলেট ভোট বর্জন করেছেন।

ভোট শুরুর সাড়ে ৩ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ ঘোষণা দেন তিনি।

সাংবাদিকদের কাছে অভিযোগ করে হাবিবুর রহমান বুলেট বলেন, প্রচারণার শুরু থেকেই নানাভাবে বাধা হয়রানি ও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী সর্মথকরা। বাধা ও হুমকি ধামকি উপেক্ষা করেও নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। তবে ভোটগ্রহণের দিন ভোট শুরুর পর থেকেই সবকটি কেন্দ্রের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে জোর করে বের করে দেয়া হয়।

তিনি বলেন, নৌকার সমর্থকরা কেন্দ্র দখল করার চেষ্টা করে এবং প্রাণহানির হুমকি দিয়ে আসছে। তাই বাধ্য হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে এ ভোট গ্রহণের ওপর অনান্থা এনে ভোট থেকে সড়ে দাঁড়ালাম।

দর্শনা পৌরসভা নির্বাচনের ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে মেয়র পদে ৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ৫২০ জন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।