ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

Image

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সঙ্গে তারিখের নৈকট্য কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি এই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ ইউনিটেই সর্বাধিক আবেদন জমা পড়েছে। এ বছর মোট ১ লাখ ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন বিজ্ঞান ইউনিটে। এ কারণে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সঙ্গে তারিখের নৈকট্য কমাতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বলে তাদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় তুলনামূলক অনেক কম পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এজন্য ৮ ফেব্রুয়ারির ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা পূর্ব ঘোষিত বেলা ১১টায় শুরু হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।