টাইম স্কেল পেলেন শিক্ষকরা

ডেস্ক

এমপিওভুক্তি নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন টাইম স্কেল দেয়া শুরু হয়েছে। চলতি মাস থেকে এটি কার্যকর হবে বলে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে।



গত ২৩ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশ থেকে জানা যায়, এমপিও অনুমোদন কমিটির ষষ্ঠ সভায় এসব শিক্ষক-কর্মচারীকে টাইম স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে চলতি মাস থেকে তাদের টাইম স্কেল কার্যকর হবে।

এর আগে গত এপ্রিল মাসে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও অনুমোদন কমিটির তৃতীয় সভার সিদ্ধান্ত অনুসারে পাঁচজন শিক্ষক-কর্মচারীকে, জুনে কমিটির চতুর্থ সভায় তিনজন, জুলাই মাসে কমিটির পঞ্চম সভায় তিনজন শিক্ষক-কর্মচারীকে টাইম স্কেল দেয়া হয়। পর্যায়ক্রমে সকল শিক্ষক-কর্মচারীদের নতুন টাইম স্কেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ে জারি করা এমপিও নীতিমালার আলোকে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল শিক্ষা কার্যক্রমে কর্মরত চারজন শিক্ষক-কর্মচারীকে টাইম স্কেল দেয়া হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।